Custom Search

Thursday 9 July 2015

পরিচিত এক বন্ধুর বাবা হাই লেভেলের
বড়লোক। সেই বন্ধুর মাসিক হাত খরচ প্রায়
২০-৩০ হাজার টাকা। তার নিজের বাইক আছে,
একটা প্রাইভেট কার আছে। সে প্রতি মাসে ৩-৪
বার শপিং করে বসুন্ধরা থেকে।
আরেক বন্ধু আছে তার বাবা মধ্যবিত্ত। সেই
বন্ধুর মাসিক হাত খরচ ২-৩ হাজার টাকা। তার
নিজের কোন বাইকও নাই, প্রাইভেটকারও নাই।
তার একটা শার্ট একটা প্যান্ট দিয়েই ছয় মাস
যায়।
প্রথমজন ছুটি পেলে পরিবার নিয়ে ঘুরতে যায়
সুইজারল্যান্ড, নিউইয়র্ক। আর দ্বিতীয় জন
ছুটি পেলে পরিবার নিয়ে ঘুরতে যায়
মামাবাড়ি,নানিবাড়ি।
প্রথমজনের ডাইনে ঘুরলে গার্লফ্রেন্ড বায়ে
ঘুরলে গার্লফ্রেন্ড। আর দ্বিতীয়জনের ডাইনে
ঘুরলে কোলবালিশ বায়ে ঘুরলে ডাইরেক্ট
ফ্লোর!
দুজনই কবিতা লিখে। একজন লিখে জীবন
সংগ্রামের কবিতা, আরেকজন লিখে ছ্যাকা
খাওয়ার কবিতা। এই বড়লোক বন্ধুদের দেখেই
হয়তো প্রবাদে বলে, "সুখে থাকতে ভুতে
কিলায়।"
যাইহোক কিছুদিন আগে বড়লোক বন্ধু
সুইজারল্যান্ড থেকে ঘুরে এসে ফেসবুকে
স্ট্যাটাস দিয়েছে-- "boring Switzerland,
passing a bad time"
আজিব দুনিয়া! আজিব বড়লোক!
আর মধ্যবিত্ত বন্ধু স্ট্যাটাস দেয়--"ইশ!
একবার যদি সুইজারল্যান্ড যাইতে পারতাম!"
১০০% শিউর এই মধ্যবিত্তরা যদি নিজেদের
জেদটা ধরে রাখতে পারতো তাহলে বড়লোক
আজীবন বড়লোক থাকতো না আর মধ্যবিত্ত
আজীবন মধ্যবিত্ত থাকতো না।
তবুও মধ্যবিত্তরাই সমাজের সমাজের সবচাইতে
সুখি অংশ। তারাই সুখের প্রকৃত সংজ্ঞা টা
জানে। বড়লোকের বিমান সুইজারল্যান্ড যেতে
পারে কিন্তু মনের ভেতর যেতে পারেনা।

No comments:

Post a Comment